পৌর নির্বাচনঃ বেনাপোল ২নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী জাহিদ

0
0

স্টাফ রিপোর্টার: আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ০২ নং ওয়ার্ড ( নামাজগ্রাম-দূর্গাপুর )হতে প্রতিদন্দীতা করছেন সৎ,উচ্চ শিক্ষিত,নির্ভীক ও তরুণ সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমানের দ্বিতীয় পুত্র।

সোমবার ( ১৯ জুন ) যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর পদে বৈধ্য প্রার্থী হিসাবে মনোনীত হন।

ভারত সীমান্ত ঘেষা বেনাপোল পৌরসভার এ গুরুত্বপূর্ন আসনটির ভোটার সংখ্যা মোট ৩৬৭৭ জন। তরুণ প্রার্থী সাংবাদিক জাহিদ ছাড়াও ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন আরো ৪ প্রার্থী।

 

তারা হলেন- বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃজয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শরীফুল ইসলাম ও মোঃ হাফিজুর রহমান।

বেনাপোল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ই জুলাই। প্রার্থীরা ভোট প্রার্থনায় এখন ছুটছে ভোটারদের দোয়ারে দোয়ারে। দিচ্ছেন উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি। গ্রামের চায়ের দোকান,সেলুন, রাজতৈকি অফিস হতে বেডরুম পর্যন্ত সর্বত্রই চলছে ভোটের আলোচনা।সাথে প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ।

সীমানা জটিলতায় মামলায় আটকিয়ে দীর্ঘ ১১ বছরের বেশী সময় পর বেনাপোল পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মুখিয়ে রয়েছে নতূন ভোটাররা। প্রার্থীদের প্রচারণায় তরুণ ভোটারদের সরব উপস্থিতি লক্ষনীয়।

নামাজ গ্রাম ও দূর্গাপুরের একাধিক সাধারন ভোটাদের সাথে আলাপচারিতায় জানা যায়,বিগত ইউনিয়ন ও পৌর নির্বাচনে কথার ফুলঝুরি ঝরিয়ে যাহারা নির্বাচিত হয়েছেন তাহারা ক্ষমতায় থেকেও ওয়ার্ডবাসীর কাঙ্খিত সেবা দিতে পারেননী।পৌরসভার অন্যান্য ওয়ার্ডের তুলনায় এ ওয়ার্ডে সরকারের ধারাবাহিক উন্নয়ণকাজ কম হয়েছে। কাজেই এবার তাদের পছন্দ তরুণ প্রার্থী।

প্রতীক বরাদ্দ না হওয়ায় প্রার্থীরা জোরসোর নির্বাচনী প্রচারণা শুরু না করলেও এখনো পর্যন্ত সাধারন ভোটারদের অভিমত যাচায়ে প্রার্থী পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম।

যশোর পোস্ট প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ জানান, “ তারুণ্যের প্রথম ভোট হোক আমার পক্ষে ”। নবীন-প্রবীন সকল ভোটারের দোয়া ও সহযোগীতা পেয়ে নির্বাচিত হলে এবার আর কথার ফুলঝুরি নই ওয়ার্ড বাসীর প্রকৃত নাগরীক সেবামান বৃদ্ধিসহ দলমত নির্বিশেষে সরকারী অনুদানের সুসম বন্টন এবং সুশৃঙ্খল ওয়ার্ড গড়ে তোলার মধ্য দিয়ে ভোটারদের প্রত্যাশা পূরন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here