সমাজের কন্ঠ ডেস্ক – হায়দ্রাবাদ ১৭২৪ থেকে ১৯৪৮ পর্যন্ত নিজামগনের দ্বারা পরিচালিত হয় (বেশিভাগ সময় ইংরেজদের অধীনে)।ইংরেজদের অধীনে থেকেও হায়দ্রাবাদ সরকার কাগজের নোট প্রচলন করার জন্য ব্যক্তিগত ব্যাংকসমূহকে একজোট করে একটি ব্যাঙ্কিং প্রতিষ্ঠান গঠন করার চেষ্টা করেছিলেন। কিন্তু ইংরেজ সরকার ভারতীয় রাজ্যসমূহকে কাগজের নোট প্রচলন করতে অনুমতি দেয়নি। প্রথম বিশযুদ্ধে হওয়া রুপার ঘাটতি এবং হায়দ্রাবাদ সরকার ইংরেজদের হয়ে যুদ্ধকালীন সাহায্যের জন্য অবশেষে তাঁরা ১৯১৮ সালে হায়দ্রাবাদ মুদ্রা আইনের অধীনে নোট প্রচলন কার্যে অনুমতি দিতে বাধ্য হয়। এই নোটসমূহকে ওসমানিয়া সিক্কা (Osmania Sicca) বলা হত। ছবিতে ১৯১৯ সালের ১ টাকার এবং ৫ টাকার নোট। ইংরেজদের প্রস্থানের সময় ১৯৪৭ সালে উসমানীস্থান/নিজামস্থান নামে ভারতের বর্তমান তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক রাজ্যের বিরাট ভুমি নিয়ে আলাদা দেশ গঠন করা হয়। যা ১৯৪৮ সালে ভারত অপারেশন পোলো এর মাধ্যমে দখল করে নেয়। একই সাথে শেষ হয় মুসলিমদের একটি স্বাধীন দেশের স্বপ্ন।