সমাজের কন্ঠ ডেস্ক – ভারতের কেরালায় হাসপাতালে নিয়ে যাবার সময় করোনায় আক্রান্ত একজন নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কেরালার পাঠানামথিত্তা এলাকায় গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে।
এদিকে জানা যায়, গতকাল বিকেলে দুই নারী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। অ্যাম্বুলেন্সে তারা দুজনই ছিলেন। করোনা রোগীদের জন্য নির্ধিারত একটি হাসপাতালে মধ্যরাতে তাদের ভর্তির জন্য পাঠানো হয়। রোগীদের নিয়ে যাওয়ার পথিমধ্যে গাড়ি থামান চালক। এরপর একজন রোগীকে যৌন হেনস্তা করেন। অন্য নারীকে ভয় দেখান, কাউকে এ ব্যাপারে কিছু বললে প্রাণে মেরে ফেলা হবে। হাসপাতালে ভর্তির পরপরই তারা এ ব্যাপারে চিকিৎসককে জানান। চিকিৎসকরাও যৌন হয়রানির প্রমাণ পেয়েছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে, সেই অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়।