দেশের জনগনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ

0
0

সমাজের কন্ঠ ডেস্ক – আসছে ১লা বৈশাখ ও বাংলা শুভ নববর্ষ। এই নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের সকল জনগনকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার ১২ই এপ্রিল নববর্ষ উপলক্ষ্যে দেশের সকল জনগনকে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মকবুল আহমেদ।

শুভেচ্ছা বাণীতে আমীরে জামায়াত বলেন,‘বাংলা নববর্ষ আমাদের সামনে সমাগত। মোঘল সম্রাট আকবরের আমল থেকে খাজনা আদায়ের সুবিধার্থে ১লা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে পালিত হয়ে আসছে। জাতি এমনি এক সংকটকালে বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছে যখন গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার দেশ থেকে নির্বাসিত। দেশে অবাধে চলছে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও লুটপাট। মানুষ পুড়িয়ে হত্যা করার মত বর্বর ঘটনাও ক্রমেই বেড়ে চলছে।’

বিবৃতিতে আরও বলা হয়, বাক-স্বাধীনতাসহ মানুষের সকল মৌলিক অধিকার পদদলিত। বাংলা নববর্ষে মঙ্গল প্রতীক ও মঙ্গল শোভাযাত্রার নামে আমদানী করা হচ্ছে ভিন্ন ধর্মের অপসংস্কৃতি। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে। এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়। বাংলা নববর্ষ মুক্তির সেই আহ্বান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আসুন জাতি হিসেবে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবার শপথ নিই, যাতে দেশের সকল জনগণ শান্তি ও স্বস্তির সাথে বাঁচার জন্য নিজেদের মত করে বাংলাদেশটাকে গড়ে তুলতে পারে।

আমীর মকবুল আহমাদ বলেন, ‘আমি দেশবাসী সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনার পাশাপাশি জুলুম ও শৃঙ্খলমুক্ত বাংলাদেশ কামনা করছি এবং আমার দলের পক্ষ থেকে প্রিয় দেশবাসীকে বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here