২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময় সুচী

0
20

সমাজের কন্ঠ ডেস্ক – আগামী ৩০ মে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। এ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ইংলিশরা। পঞ্চমবারের মতো ক্রিকেট বিশবকাপ আয়োজন করতে যাচ্ছে ইংলিশরা। বিশ্বকাপ ইতিহাসে এমন নজির আর কারও নেই।

রাউন্ড রবিন পদ্ধতিতে এবারের আসর হবে। ক্রিকেটের এই টুর্নামেন্টে ক্রিকেট খেলুড়ে ১০ দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল গ্রুপপর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগপর্বে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। আগামী ১৪ জুলাই শেষ চারের সেরা দুদল ফাইনালে শিরোপার জন্য একে অপরের বিপক্ষে লড়বে। সব মিলিয়ে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ হবে। এর আগে ১৯৯২ বিশ্বকাপে এই ফরম্যাটে খেলা হয়।

এবারও বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকেটে সর্বোচ্চ আসরে খেলতে যাচ্ছে টাইগাররা। সর্বপ্রথম ১৯৯৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ। এর পর থেকে প্রতিবারই বিশ্বমঞ্চে অংশগ্রহণ করেছেন তারা।

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আসরে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠে মাশরাফিরা। এরপর ক্রিকেট পরাশক্তি হিসেবে জানান দেয়। টাইগারদের নিয়ে এবার বড় স্বপ্ন দেখছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

গেল বছর অক্টোবর পর্যন্ত আইসিসি র‌্যাংকিংয়ে সপ্তম স্থান ধরে রাখায় সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের দল। সেই স্থানে থেকেই খেলতে যাচ্ছেন মাশরাফিবাহিনী। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে টাইগাররা। ৫ জুলাই লিগে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের সূচি

তারিখ- প্রতিপক্ষ- ভেন্যু

২ জুন- দক্ষিণ আফ্রিকা- ওভাল

৫ জুন- নিউজিল্যান্ড- ওভাল (দিবা-রাত্রি)

৮ জুন- ইংল্যান্ড- কার্ডিফ

১১ জুন- শ্রীলংকা- ব্রিস্টল

১৭ জুন- ওয়েস্ট ইন্ডিজ- টন্টন

২০ জুন- অস্ট্রেলিয়া- নটিংহাম

২৪ জুন- আফগানিস্তান- সাউদাম্পটন

২ জুলাই- ভারত- বার্মিংহাম

৫ জুলাই- পাকিস্তান- লর্ডস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here