পৌর হেরিটেজ সেন্টার নামের বহুতল এই ভবনটির নির্মাণ কাজের জন্য গতকাল শনিবার থেকে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। ঢালী কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ করছে। এটির সাইট ইঞ্জিনিয়ার দোলোয়ার জাহান জানান, ভবনের দৃঢ় ভিত্তির জন্য এখানটাতে সাড়ে ৪৯ ফুট উচ্চতা বিশিষ্ট ৭৫৩টি আরসিসি প্রি-কাস্ট পাইল পোতা হচ্ছে। এ কাজের জন্য হাইড্রোলিক পাইলিং রিগ মেশিনের ব্যবহার হচ্ছে।
গতকাল বিকেলে লালদীঘির পাড়ে সরেজমিন গিয়ে সিমেন্টের ঢালাইয়ের বিপুল পরিমাণ পাইল দেখা যায়। সেখানে নীল রঙের বড় আকারের একটি মেশিনের সাথে সংযুক্ত একটি ক্রেন দিয়ে সিমেন্টের ঢালাইয়ের বর্গকৃতির পাইলগুলো তুলতে দেখা যায়। এসময় ক্রেন দিয়ে পাইল তুলে মেশিনের মধ্যে বসিয়ে চাপ দিয়ে মাটির ভিতর পুঁতে দেওয়ার দৃশ্য চোখে পড়ে। স্থাপনা নির্মাণের কাজে যশোরে এই ধরণের পাইলিংয়ের মেশিনের ব্যবহার প্রথম হওয়ায় অনেক সংখ্যক উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
যশোর পৌরসভা সূত্র জানায়, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন (সেক্টর) প্রকল্প-ইউজিআইআইপ-৩’র অর্থায়নে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে এই দশতলা ভবন নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষের সময়কাল এক বছর। সূত্র মতে, পৌর হেরিটেজ সেন্টার নামের বাণিজ্যিক এই ভবনটি ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস, কমিউনিটি সেন্টার ও শপিং-শপের জন্য ভাড়া দেওয়া হবে।
যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান জানান, পৌর হেরিজেট সেন্টার নামের এই ভবনটির আপাতত দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে দশ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ভবনটির বিভিন্ন তলায় ওঠা নামার জন্য ৪টি লিফটের পাশাপাশি একটি এক্সেলেটর থাকবে। এছাড়া গাড়ি রাখার জন্য ভবনটিতে আন্ডার গ্রাউন্ড পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। যেখানে ৭০টি গাড়ি রাখা যাবে।