বিনামূল্যে বীজ, সার বিতরণ এবং এমপি নাসির উদ্দীনরে পক্ষে হলেমটে বতিরণ

0
0

চৌগাছা প্রতিনিধি: চৌগাছায় প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে ভুট্টা, সরিশা, তিল, মুগ বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি

হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকারের শাসনামলে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সার বীজ এখন কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দিনসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি পণ্যের বীজ ও সার বিতরণ করেন।

একই দনিে চৌগাছায় আওয়ামী সাংস্কৃতকি ফোরাম (আসাফো) এবং এসএম অটোর উদ্যোগে স্থানীয় এমপি নাসরি উদ্দনিরে পক্ষ থকেে বনিামূল্যে হলেমটে বতিরণ করা হয়ছে।ে শুক্রবার দুপুরে শহররে মুক্তযিুদ্ধ ভার্স্কয মোড়ে এক সংক্ষপ্তি অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে প্রায় ৪০ জনরে মধ্যে বনিামূল্যে হলেমটে বতিরণ করনে স্থানীয় সংসদ সদস্য ও আসাফোর কন্দ্রেীয় উপদষ্টো মজের জনোরলে (অব.) অধ্যাপক ডাক্তার নাসরি উদ্দনি। চৌগাছা উপজলো আওয়ামী সাংস্কৃতকি ফোরামরে (আসাফো) সাধারণ সম্পাদক সাবকে পৌর কাউন্সলির ও এসএম অটোর প্রোপ্রাইটর সদ্দিকিুর রহমানরে সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করনে উপজলো পরষিদ চয়োরম্যান অধ্যক্ষ ড. মোস্তানছিুর রহমান, উপজলো নর্বিাহী অফসিার জাহদিুল ইসলাম, থানার ওসি রফিাত খান রাজীব, ঝকিরগাছার মাগুরা ইউপি চয়োরম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। অন্যান্যরে মধ্যে চৌগাছা সরকারি কলজে ছাত্রলীগরে সভাপতি আশকিুজ্জামান রংিকু, পৌর ছাত্রলীগ নতো সৌরভ রহমান বপিুল, এসএম অটোর ম্যানজোর ইশান ইসলাম প্রমুখ এই সময় উপস্থতি ছলিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here