চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ব্র্যাকের উদ্যোগে ওয়াটার পয়েন্ট ওয়াশ জোন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ওয়াটার পয়েন্টের উদ্বোধন করা হয়।
এ উপললক্ষে অনুষ্ঠানে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মো. রফিকুজ্জামান, ব্র্যাক ওয়াশের ম্যানেজার শহীদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক আমিনুর রহমান, ব্র্যাক ওয়াশের প্রোগ্রাম অর্গানাইজার উত্তম মুখার্জী ও শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মোমিনুর রহমান, আলী হোসেন, মলয় কান্তি রায়, সঞ্জিত কুমার পাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ডা. শাহ আলম ও মুক্তি মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিতে ব্র্যাক ওয়াশের উদ্যোগে এক হাজার শিক্ষার্থীর চাহিদা মেটাতে সক্ষম ছাত্রদের জন্য তিনটি টয়লেট এবং ছাত্র-ছাত্রীদের জন্য দুটি ওয়াটার পয়েন্ট ওয়াশ জোন তৈরি করে দেয়া হয়েছে।