ফুলতলার রাড়ীপাড়ায় ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

0
0
মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ
ফুলতলা উপজেলার রাড়িপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে যশোর-খুলনা মহাসড়কের উপর রাড়ীপাড়া নামক স্থানে খুলনাগামী আফিল গ্রুপের ইট বোঝাই করা ছয় চাকার ছোট ড্রাম ট্রাক (যশোর : উ ১১-০০৪৫) এর সাথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তাজদিকুল ইসলাম (সাহাদ) ও মোটরসাইকেল চালক মোঃ মিনহাজ হোসেন (রাজ) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায়। দুর্ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহতরা হলেন ১। তাজদিকুর ইসলাম সাহাদ(১৭),  পিতা: মোঃ রজিবুল সরদার, গ্রাম: সিরাজকাটি, ডাকঘর: তালতলাহাট, উপজেলা: অভয়নগর, নওয়াপাড়া যশোর। ২। মোঃ মিনহাজ হোসেন রাজ(১৮), পিতা: মোঃ মুসা শেখ, গ্রাম: বেগুনবাড়িয়া উপজেলা: ফুলতলা, জেলা: খুলনা। ঘটনার বর্ণনা দিয়ে নিহত তাজদীকুর রহমান সাহাদের বন্ধু মোঃ মাহিম শেখ বলেন, আমার বন্ধুর আজকে জন্মদিন ছিল। সে আজ বিকালে আকিজ সিটিতে কেক কেটে জন্মদিন পালন করে। বন্ধুদের সাথে কেক কেটে তৎপরবর্তী ফুলতলা থেকে বাড়িতে ফিরে আসার পথে যখন রাড়িপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসে তখন তাদের সামনে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের একটি গাড়ি যশোর  চলমান যে গাড়িটিকে অতিক্রম করতে গিয়ে তারা ডাইনে  অতিক্রম করার সময় খুলনাগামী আফিল গ্রুপের ছয় চাকার ছোট দ্রূতগামী ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোটরসাইকেলটি ট্রাকটির সামনের চাকার সঙ্গে দুমড়ে মুচড়ে পড়ে। নোয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান বলেন, আমি এমপি মহোদয়ের প্রোগ্রামে আছি ঘটনাস্থলে আমার একজন উপ-পরিদর্শক আছেন। নিহত সাদের বাবা বলেন, আমার ছেলে সাহাদ ও এবং মোটরসাইকেল চালক রাজ দুজনই আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজে, আকিজ সিটি, নওয়াপাড়া-এর একাদশ শ্রেণীতে অধ্যায়নরত। ডাম্পার ট্রাকটি ও নিহত দুই জনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি মহাসড়কের মাঝখানে রেখে চালক বা হেলপার পালিয়ে যায়। তাদেরকে আটক করা যায়নি। হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here