প্রনব মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে এল জি আর ডি প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য শোক প্রকাশ করেছেন।যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার মূত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন তিনি ।তিনি আজ তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।তিনি আর বলেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। নূরজাহান ইসলাম ছিলেন সাবেক সফল সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। তিনি জনসাধারণের কল্যাণের জন্য তার সমস্ত জীবন অতিবাহিত করছিলেন ও সারাজীবন ধরে নিরলসভাবে যশোর সদরবাসীর ভাগ্যউন্নয়নে নিজের ঐকান্তিক প্রচেষ্টা সবসময় অবাহ্যত রেখেছিলেন। বাস্তবিকপক্ষে তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শবাদী একজন নেত্রী। নূরজাহান প্রতিমন্এীর একজন রাজনীতির সহকর্মী ও ছিলেন বটে দীর্ঘদিনের।প্রতিমন্এী আরও বলেন ,নূরজাহান ইসলামের মৃত্যুতে যশোরবাসী এক অসাধারণ ব্যক্তিত্বকে হারালো ও রাজনীত অঙ্গনে এক অপূরনীয় ক্ষতি হয়ে গেলো যা সত্যিই অতি হৃদয়বিদারক ঘটনা।