সাংবাদিকতায় নিজেদের সন্মান ধরে রাখতে অনৈতিক পন্থা পরিহার করুন

0
0
সুমন চক্রবর্তী – সাংবাদিকেরা নিজেদের সন্মান ধরে রাখুন!তাহলে মানুষের সন্মান পাবেন।
সাংবাদিকেরা কলম ধরুন,দালালী ছাড়ুন।আর দালালেরা সাংবাদিকতা ছাড়ুন। সাংবাদিকতা যাদের কাছে মহৎ কোনো পেশা নয় । বরং অনৈতিক উপার্জনের মাধ্যম হিসেবে এই পেশাকে ব্যবহার করছেন । শুধু একটি পরিচয়পত্র সংগ্রহ করতে পারলেই সাংবাদিক বনে যাচ্ছেন অনেকেই । অনেকের ভাগ্য খুলে যাচ্ছে । অফিস-আদালত থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই পরিচয়পত্র ব্যবহার করে দাপটে ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষ । সাংবাদিকতা একটি মহান পেশা । অনেকটাই ব্রতচারীর ভূমিকা নিতে হয়। বস্তুনিষ্ঠ থেকেই সঠিক সংবাদ পরিবেশনাই একজন প্রকৃত সাংবাদিকের মূল লক্ষ্য । নির্মোহ থেকে কাজ করতে হয় তাকে। বিপরীত চিত্র যে নেই তা নয় । সমাজে সাংবাদিক নামধারী অনেককেই পাওয়া যাবে, যাদের কাজই হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করা । সাংবাদিকতার নামে মানুষকে জিম্মি করে অনৈতিক সুবিধা নিচ্ছেন অনেকেই । আর এই মানুষগুলোই এই পেশার ক্ষতি করছেন প্রতিনিয়ত । সাংবাদিকতার মতো মহান পেশাকে কলুষিত করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন তারা । এই পরিচয়পত্রধারী সাংবাদিকদের সঙ্গে অপরাধ জগতেরও ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে বলে শোনা যাচ্ছে এখন । অনেক সময় এ ধরনের অপসাংবাদিকতার কবলে পড়ে দেশের ব্যবসা-বাণিজ্য যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাংবাদিকদের সম্পর্কেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে সাধারণ মানুষের। বাধাগ্রস্ত হচ্ছে সৎ নিষ্ঠাবান সাংবাদিকতার। ক্ষতিগ্রস্ত হচ্ছে পেশাদারিত্ব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here