চৌগাছায় মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ ও প্রতিরোধে আলোচনা সভা 

0
1

চৌগাছা প্রতিনিধি: আজ সোমবার সকালে সর্বপ্রথম যশোরের চৌগাছা থানায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ উপস্থিত হয়ে থানা পরিদর্শনসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এই সময় চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিবের অনুপস্থিতিতে তদন্ত অফিসার উত্তম কুমার বিশ্বাসের তত্বাবধায়নে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন মাদক, চোরাচালানের বিরুদ্ধে সচেতনতার সহিত অভিযান চালাতে হবে।

উপজেলাকে মাদক, চোরাচালান মুক্ত করতে হবে। এ ব্যাপারে চৌগাছা থানায় কর্মরত সকল অফিসারকে খাটতে হবে। থানায় আলোচনা পর্ব সেরে উপজেলায় একইভাবে আলোচনায় অংশগ্রহন করেন।

চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বেলা ১২টায় উপজেলা পরিষদের হল রুমে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলার উন্নতি, দারিদ্র বিমোচন কর্মসূচি, দূনীতি দমন, মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ ও প্রতিরোধ বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অত্র সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামসেদুল আলম (গোপোনীয় শাখা, তথ্য শাখা, যশোর), উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, সহকারি কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপির চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরী, সিংহঝুলী ইউপির চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, সুখপুকুরিয়া ইউপির চেয়ারম্যান তোতা মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, কৃর্ষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা আনিচুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জামান, সাব-রেজিষ্টার নারায়ন চন্দ্র মন্ডল, মৎস্য কর্মকর্তা এস এম সাজাহান সিরাজ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সালমা চৌধূরী, পিআইও কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা প্রিয়াংকা সাহা, চৌগাছা পৌরসভার সচিব গাজী আবুল কাসেম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here