চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আন্দুলিয়া বাজারের মজিদের চায়ের দোকানের পাশ থেকে আজ সোমবার বেলা ১১টার দিকে রকি (৩০) নামের এক ফেনসিডিল বিক্রেতাকে হাতে নাতে ২ বোতল ফেনসিডিল সহ আটক করেছে বিজিবির সদস্যরা ।
এ সময় বিজিবির অভিযানের খবর পেয়ে ফেনসিডিল ক্রেতা,আন্দুলিয়া গ্রামের রফিউদ্দিন বিশ্বাসের ছেলে ও আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান জহির টিটোর (৪০) পালিয়ে যায় ।
আটককৃত ফেনসিডিল বিক্রেতা রকি আন্দুলিয়া গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে। সে অনেক দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
পরবর্তীতে টিটোকে আটকের জন্য বিজিবি সদস্যরা প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালালে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, শিক্ষক হাসান জহির টিটো বেলা ১১ টার দিকে হন্তদন্ত হয়ে বিদ্যালয়ে এসে বলে আমার খুব সমস্যা এখনই আমাকে চৌগাছায় যেতে হবে তাই বলে সে বেরিয়ে গেছে।
প্রধান শিক্ষক রুহুল আমিন মৌখিক ছুটি নিয়ে চলে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মাদক আইনে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন বলেন, আমি উক্ত শিক্ষকের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। সে মাদকাসক্ত আজ এ ঘটনার পর থেকে সে প্রধান শিক্ষকের কাছ থেকে মৌখিক ছুটি নিয়ে গা ঢাকা দিয়েছে।