অবসরে যাওয়া পুলিশ সহকর্মীদের সুসজ্জিত গাড়িতে নিজ বাড়ি পৌঁছে দিলেন যশোরের এসপি

0
2
ডা. শাহরিয়ার আহমেদ – চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল এ যাওয়া সহকর্মীদের বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সম্মানিত পুলিশ সুপার, যশোর।
গত ২৩/০৭/২০২০ তারিখে জেলা পুলিশ যশোরের ত্রৈমাসিক কল্যাণ সভায় সিদ্ধান্ত হয় যে অবসরে যাওয়া সহকর্মীদের বাড়ি যশোর বা পার্শ্ববর্তী জেলায় হলে সুসজ্জিত গাড়ি করে তাদের বাড়ি পৌঁছে দেয়া হবে আর দূরের জেলায় হলে শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির টিকেট দেয়া হবে! বাস স্ট্যান্ড পর্যন্ত সুসজ্জিত গাড়ি করে পৌঁছে দেয়া হবে!
তারই প্রেক্ষিতে গত ৩১/০৭/২০২০ খ্রিঃ বাদ জুম্মা পুলিশ লাইন্সে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশনায় প্রথম বারের মত যশোর জেলা থেকে অবসরে যাওয়া চার কনস্টেবল কে বিদায় দেয়া হয়!
এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৯/২০২০ খ্রিঃ দুপুর ০২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে অদ্য যশোর জেলা থেকে অবসর উত্তর ছুটি (পিআরএল), গমণকারী পুলিশ সদস্য এসআই(নিঃ) জনাব গাজী আবু কাইয়ুম কে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়।
সদ্য বিদায়ী জনাব গাজী আবু কাইয়ুম বলেন বিদায়বেলা পুলিশ সুপারের এমন সম্মানজনক বিদায় আমার চাকুরী জীবনের সব থেকে বড় পাওয়া, পুলিশ সুপার মহোদয়ের এমন মহতী কাজ আমি কোন দিন ভুলবো না। বিদায়বেলা তিনি অত্যন্ত হাস্যোজ্জল ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here