খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজের মানুষিক বিকাশ ঘটে-শেখ আফিল উদ্দিন,এম,পি

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিন বলেছেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আওযামীলীগ সরকার খেলাধূলায় ব্যপক উন্নয়ন সাধিত করেছে। খেলাধুলা চর্চার মধ্য দিয়ে যুব সমাজের মানসিক বিকাশ ঘটে ও তারা লেখাপড়ায় মনোযোগী হয়ে জীবনে সাফল্য পেতে পারে। খেলাধুলা ব্যক্তিজীবনে মানুষকে সৎ, সাহসী,আত্মপ্রত্যয়ী, পরিশ্রমী,অধ্যবসায়ী করে তোলে। খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। সুস্বাস্থ্যের জন্য তাই খেলাধুলা একটি গুরুত্বপূর্ন দিক। খেলা করলে প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয় ও শরীর সক্রিয় হয়ে উঠে। তাই খেলাধুলা মানুষের মনে দুচিন্তা লাঘব করে, সহনশীলতা বাড়ায় ও দৈহিক পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি করে।  শুধু সাস্থ্য উন্নয়নেই নয়, বিভিন্ন প্রকার রোগব্যাধি থেকে সাস্থ্যকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের সভাপতিত্বে সোমবার বিকালে শার্শার ধলদা তবিবার রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। শেখ আফিল উদ্দিন আরো বলেন, খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়। বাংলাদেশের আধুনিক ফুটবলের রূপকার হিসেবে খ্যাত শেখ কামাল জীবনদশায় দেশের খেলাধুলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দেশের অন্যতম ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা। শেখ কামালের চিন্তাধারায় সব সময়ই ছিলো কিভাবে দেশের খেলাধুলাকে এগিয়ে নেয়া যায়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময়ে ঘাতকদের বুলেটে শহীদ হন তিনিও। এ সময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শাশার্ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, নাভারণ সহকারী পুলিশ সুপার (সার্কেল) জুয়েল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যপক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর, বাগআঁচড়া যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, উক্ত খেলায় বাগআঁচড়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১গোলে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন উলশি ইউনিয়ন ফুটবল একাদশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here