মুশফিকুর রহমান,ঝালকাঠী প্রতিনিধি :
ঝালকাঠী সরকারি কলেজের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি সরকারি কলেজের ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কলেজ চত্ত্বরে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আনছার উদ্দিন আনিসের সভাপতিত্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সরকারি কলেজের সাবেক জিএস ও পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকির।
বর্তমানে কলেজটিতে ৮টি বিষয়ে অনার্স ও ২টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। পরবর্তিতে আরো কয়েকটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন এমপি আমির হোসেন আমু।
প্রসংঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারি কলেজের ১০তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১কোটি ২১লাখ ৪৩হাজার টাকা। মাহফুজ খান লিঃ, মোজাহার এন্টারপ্রাইজ, ধ্রুব কনস্ট্রাকশন নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাগেছে।