নারায়ণগঞ্জে ক্লাস ফোর-ফাইভ পাশ সাংবাদিকদের দৌরাত্ব বেড়েছে- এসপি হারুন

0
0

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, নারায়ণগঞ্জে ফোর ফাইভ পর্যন্ত পড়াশুনা করা সাংবাদিকদের দৌড়াত্ব রয়েছে। এদের ব্যাপারে সাংবাদিক সমাজকে সজাগ থাকা জরুরী বলে আমি মনে করি। এরা সাংবদিকদের এবং সমাজের ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। গতকাল তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য পিআইবির এক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়া অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ।
এ সময় পুলিশ সুপার আরো বলেন, নারায়ণগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসন নিরলস পরিশ্রম করে চলেছে। আমরা নারায়ণগঞ্জের সাংবাদিকদের সর্বাত্বক সহযোগীতা পাচ্ছি। আপনারা সহযোগীতা করলে আমাদের পক্ষে আইনশৃংখলা নিয়ন্ত্রন করা সহজ হয়। এছাড়া তিনি আরো বলেন, আপনারা জানেন এ দেশে স্বাধীনতার পক্ষের শক্তিকে কিভাবে কোনঠাসা করে ফেলা হয়েছিলো। মিথ্যা ইতিহাস রচনা করা হয়েছিলো। বইপুস্তকে কোনো একজনকে স্বাধীনতার ঘোষক হিসাবে আখ্যায়িত করা হয়েছিলো। অথচ যে বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছে, যার ৭ই মার্চের ভাষনের কারনে এই দেশ স্বাধীন হয়েছলো সেই বঙ্গবন্ধুকে কোনো মূল্যায়ন করা হয় নাই। কিন্তু এ দেশের সাংবাদিক সমাজ এই অপপ্রচার রুখে দাড়িয়েছিলো। সাংবাদিকরা তুলে ধরেছিলো প্রকৃত ইতিহাস। তাই আজ যারা প্রশিক্ষন নিচ্ছেন তারা পেশাদারিত্বের সঙ্গে মানুষের পাশে দাড়াবেন বলে আমি বিশ্বাস করি
MD Sakil Ahmed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here