একুশে বই মেলায় লিটন তালুকদারে কাব্যগ্রন্থ “বাস যোগ্য এক খন্ড জমি চাই

0
0
মুশফিকুর রহমান পলাশ, ঝালকাঠী প্রতিনিধিঃ
এবারের অমর একুশে বই মেলায় বই প্রেমীদের জন্য এক ভিন্ন স্বাদের বই নিয়ে এসেছেন ঝালকাঠীর কৃতিসন্তান আমিনুল ইসলাম লিটন তালুকদার “বাস যোগ্য এক খন্ড জমি চাই” সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে রচিত তার এই বইয়ে আমাদের সমাজের বাস্তবমুখী সমাজ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। বইটি প্রকাশ করেছে ‘প্রিয়মুখ’ প্রকাশনী।  সামাজিক ব্যাধি, মানবিক মূল্যবোধ, রাজনীতি,অর্থনীতি, ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে লেখা হয়েছে বইটি। বইটি প্রিয়মুখ প্রকাশনীর ২৪৫-২৪৬ স্টলে  পাওয়া যাচ্ছে।
 লেখক লিটন তালুকদার তার লেখা কাব্যগ্রন্থ সম্পর্কে  বলেন, বইটি সমসাময়িক ইস্যু নিয়ে লেখা । আধুনিক সমাজের বিবেক, ব্যক্তিত্ব, আন্তরিকতা ও ব্যক্তিত্বের উন্নয়নে বইটি অবদান রাখবে বলে আশা করেন তিনি।
সমাজের প্রতিটি স্তরে যে অসঙ্গতি,,অমানবিকতা, বিববেকহীনতা,ব্যক্তিত্বহীনতা,লোভ, হিংসা,হানাহানি আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের উপায় তিনি তার এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছেন।
আমিনুল ইসলাম লিটন তালুকদার ঝালকাঠী সদর উপজেলার এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহন করেন।
এটি তার প্রথম কাব্যগ্রন্থ। প্রতিবছর তিনি বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করবেন বলেও আগ্রহ প্রকাশ করেন। ব্যক্তি জীবনে লেখক সাংবাদিকতা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি ও সমাজসেবার সঙ্গেও সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ তিনি লালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here