কলারোয়ায় জব্দকৃত ৫০ ক্যারেট আম এতিম শিশুদের মাঝে বিতরণ করলেন ইউএনও

0
0

তরিকুল ইসলাম সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় এক আম ব্যবসায়ীর প্রতারনার অভিযোগে ৫০ ক্যারেট আম জব্দ করে এতিম খানায় বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ওই অভিনব (রায়) নির্দেশ প্রদান করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বুধবার(৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ ক্যারেট(১২৫০ কেজি) বোম্বাই আম আটকের পর জব্দ করা হয়। আম আটকের পর আম ব্যবসায়ী রবিউল ইসলামের কাছে আম সংগ্রহ করার প্রত্যায়ন পত্র দেখতে চাইলে তিনি শার্শা উপজেলা কৃষি অফিসের প্রত্যায়ন পত্র দাখিল করেন। কলারোয়া উপজেলা থেকে আম সংগ্রহ করায় শার্শা উপজেলা কৃষি অফিসের প্রত্যায়ন পত্র দাখিল করার বিষয়টি মান্যতা না পাওয়ায় আমগুলি জব্দ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে আনা হয়। পরে বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আম ব্যাবসায়ীর প্রতারনার অভিযোগে জব্দকৃত সকল আম উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল (আম) খাবার সুযোগ করে দেয়া হয়। আদালতের অভিনব রায় ঘোষনায় উপজেলার সচেতন মহল ইউএনও রুলী বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন। আদালতকে সহায়তা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত: সাতক্ষীরা জেলা ব্যাপি আম সংগ্রহ/ বাজারজাতকরণের ক্যালেন্ডার সংশোধন করে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও স্থানীয় জাতের আম আগামী ৫ মে, হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ১জুন ও আম্রপালি ১৫ জুন-২৩’ থেকে সংগ্রহ করা যাবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here