কলারোয়ায় উপজেলা প্রশাসনের নানান আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় “স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের নানান আয়োজনে সোমবার(১৫ আগষ্ট) দিবসটি পালনে সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ, আলোচনা সভা সহ একাধিক কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে ইউএনও রুলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুজ্জামান, সহকারি অধ্যাপক শাহানেওযাজ হোসেন, উপজেলা আ’লীগের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সরকারি হাসপাতালের পক্ষে ডাক্তার মাহবুবর রহমান, ডাক্তার শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, পাবলিক ইনস্টিউটের পক্ষে সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, জাসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ওয়ার্কস পার্টির পক্ষে কমরেড সহকারী অধ্যাপক আবুল খায়ের, প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাস্টার রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, আমানুল্লাহ কলেজের পক্ষে উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুস আলী খান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, গার্লস স্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক াাসাদুজ্জামান আসাদ, সরকারী হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আঃ রব, সহকারী প্রধান শিক্ষক রকিব হোসেন, মডেল স্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, মাস্টার বাকী বিল্লাহ শাহী, মহিলা আ’লীগে পক্ষে রহিমা বেগম কাজল, বাংলাদেশ দলিত পরিষদের পক্ষে উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম দাস সহ পৌর আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, পেশাজীবি, ব্যবসায়িক, ক্রীড়া সংগঠন ও মিডিয়া সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন, একই স্থানে ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ঋনের চেক বিতরন করা হয়। সব শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া গত ১৪ আগষ্ট দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here