কলারোয়ায় “প্রিমিয়ার ছাত্র সংঘে’র দ্বি-বার্ষিক–২২’ সম্মেলন অনুষ্ঠিত

0
0

রিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বি- বার্ষিক সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মিক্রমে আফজাল ফুয়াদ অভিকে সভাপতি ও ইমদাদুল হক মিলনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সম্মেলন উপলক্ষ্য কলারোয়া পাবলিক ইনস্টিউট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এস,এম আলতাফ হোসেন লাল্টু। সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপদেষ্টা বিশিষ্ঠ সমাজ সেবক এনায়েত খান টুন্টু, উপদেষ্টা সমাজ সেবক ডাঃ আমানুল্যাহ, উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, অতিথি বক্তা সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। সঙঘের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক, সংঘের কর্মকর্তা মাস্টার রাজিবুল ইসলাম, মাস্টার সিরাজুল ইসলাম, তৌহিদুরজ্জামান, ইমরান হোসেন, পঙ্কজ ঘোষ, আজমল হোসেন, নাহিদ হাসান, আবুল বাসার, রায়হান কবির, ইমরান হোসেন, শামীম রেজা সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ আরিফুল হক চৌধুরী মোঃ ফারুক হোসেন রাজ মোঃ মোর্তজা হাসান মোঃ তরিকুল ইসলাম ও সূধি, সংঘের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। সব শেষে নবম শ্রেণীর এক মেধাবী অসহায় শিক্ষার্থীকে পাঠ্যক্রমানুযায়ী সহায়ক বই প্রদান করা ও মধ্যাহ্ন ভোজে মিলিত হয়। অনুষ্ঠানে শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here