কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0
0
জুলফিকার আলী, কলারোয়া থেকেঃ কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল
১০টার দিকে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে
বক্তারা বলেন-দৈনন্দিন জীবনের সুস্থতার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন
যেমন জরুরী ঠিক তেমনি খাদ্য গ্রহণের আগে-পরে হাত ধোয়া ও পরিচ্ছন্নতার
বিকল্প নেই। বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন, হাতের
পরিচ্ছন্নতায় এসো সবে এক হই- শীর্ষক প্রতিপাদ্যকে সামনের রেখে এ
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য
প্রকৌশল অধিদপ্তর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,
সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধিজনদের অংশগ্রহণে র‌্যালী শেষে
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম
লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য দেন-উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার
মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রফেসর আবু নসর, উপজেলা শিক্ষা
অফিসার এসএম রোকনুজ্জামান, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা অনিমা রাণী,
উপজেলা তথ্য সেবা সহকারী ইরিনা পারভীন, নাসরিন নাহার, প্রধান শিক্ষক
মুজিবর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক অনুপ কুমার, সাংবাদিক
জুলফিকার আলী প্রমুখ। এর আগে উপজেলা চত্বরে স্থাপিত হাত ধোয়া প্রদর্শনীর
বিশেষ অস্থায়ী স্টলে অতিথিবৃন্দ নিজেরা হাত ধুয়ে দিবসটির শুভসূচনা করেন।কলারোয়ায় তুলশিডাঙ্গা কালী মন্দীরের পূজারী দুলাল চন্দ্র রায় চৌধুরীর পরলোকগমণ

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় তুলশিডাঙ্গার
প্রাচীন কালীবাড়ির কালীঠাকুরের মন্দিরের পূজারী দুলাল চন্দ্র রায় চৌধুরী
পরলোকগমণ করেছেন। পারিবারিক ভাবে জানা যায়, উপজেলার সনাতন ধর্মের
সু-পরিচিত পুরোহিত দুলাল চন্দ্র রায় চৌধুরী (৭৬) বছর বয়সে হৃদ রোগ সহ
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত
পৌনে ৯টার দিকে খুলনা আবু নসর বিশেষায়িত সরকারি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র,
নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা ১২টার দিকে
ধর্মীয় রীতি অনুযায়ী প্রয়াতের মরদেহ পারিবারিক সমাধিস্থলে সমাধিস্থ করা
হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিনের পূজারীর মৃত্যুর খবর জানতে পেরে
রাজনৈতিক, সামাজিক, সনাতন ধর্মীয় নেতা, শুভাকাঙ্খী সহ ধর্ম-বর্ণ
নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ তাঁকে দেখতে এসে শোক প্রকাশ করে আত্মার
শান্তি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here