কলারোয়ায় জোরপূর্বক জমিদখল করে গাছ কর্তনের অভিযোগ

0
0

জুলফিকার আলী,কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় বসত
বাড়ী, টয়লেট ভেঙ্গে দিয়ে ৪০টি গাছ কর্তন করে জমি দখল নেওয়ার অভিযোগ উঠেছে
প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে-২১ডিসেম্বর সকালে উপজেলার চন্দনপুর
ইউনিয়নের গয়ড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত মুজিবার রহমান সংবাদ সম্মেলনের
মাধ্যমে অভিযোগ করে বলেন-তার দুই দাগে ২২শতক জমি আছে। তিনি ৩৮বছর ধরে ওই
জমি ভোগদখল করে আসছেন। যার রেকর্ড ও দলিলও আছে। হঠাৎ ইউপি সদস্য শাহানুর
রহমানের ইন্দুনে মতলেব আলী, হাবিবুর রহমান, আবু সিদ্দিক, আবু তালেব
দলবদ্ধ হয়ে ওই জমি জবর দখল করতে চন্দনপুর ইউনিয়ন পরিষদে একটি মিথ্যা
অভিযোগ দেয়। পরে ইউনিয়ন পরিষদ এর নোর্টিশ পেয়ে তিনি মুজিবার রহমান ইউনিয়ন
পরিষদ উপস্থিত হন। সেখানে কোন কারন ছাড়াই ইউপি সদস্য শাহানুর রহমান
ক্ষিপ্ত হয়ে কোন কারন ছাড়াই নিরহ মুজিবার রহমানকে ধরে কিল, ঘুষি মেরে আহত
করেন। এক পর্যায়ে ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রতিপক্ষ মতলেব আলীগং এর পক্ষ
নিয়ে তার ক্রয়কৃত সম্পত্তি বাড়ী, ঘর ও পুকুর দখল করে নিতে হুকুম দিয়ে
তারা বুধবার সকালে বসত বাড়ী, টয়লেট ভেঙ্গে ৪০টি বিভিন্ন প্রজাতির গাছ
গাছালি কেটে ওই জমি দখল করে নেয়। ঘটনার সময়ে ক্ষতিগ্রস্ত মুজিবার রহমানের
ছেলে মনিরুজ্জামান মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারন করতে গেলে তারা তার ফোনটি
কেড়ে নেয়। এদিকে ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহানুর রহমান বলেন-ইউনিয়ন
পরিষদের মধ্যে সালিস চলাকালে মুজিবার রহমান তাকে লাঞ্চিত করায় তিনি থানায়
মামলা দিয়েছেন। তিনি আরো বলেন-তাদের ভাইদের জমা জমি নিয়ে আমরা মিমাংসা
করার চেষ্টা করে ফেল হয়ে গেছি। এদিকে ক্ষতিগ্রস্ত মুজিবার রহমান বিষয়টি
নিয়ে জেলা পুলিশ সুপর ও আইনশৃংখলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের
সুদৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here