কলারোয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি। নিশ্চুপ বিদ্যুৎ বিভাগ

0
0
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া বাজার সহ বিভিন্ন
স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিন দিন বৃদ্ধি পচ্ছে। এমনটির অভিযোগ উঠেছে।
মিটার না থাকলেও মাসের পর মাস সাইট লাইন দিয়ে চলছে বিদ্যুৎ সংযোগ।
কলারোয়া উপজেলার মেইন গেইট থেকে প্রাণিসম্পদ অফিস পর্যন্ত প্রায় ১৫টি
দোকানে সাইন লাইন দিয়ে চলে বিদ্যুৎ সংযোগ মাসের পর মাস। এছাড়া কলারোয়া
উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কাবিল হোসেন দীর্ঘ দিন ধরে
পার্শ্ববর্তী কেসমত আলীর বাড়ী থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছে। যা
এতিমধ্যে কলারোয়া বিদ্যুৎ অফিসে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে কলারোয়া
বিদ্যুৎ অফিসের  ইসি আরিফ হোসেন গত ২৮জানুয়ারী-২৩ রাত ৮টার দিকে অভিযান
পরিচালনা করে সত্যতা পেলেও অদৃশ্য কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না
নিয়ে চলে আসেন। এলাকাবাসীরা বলছেন আরিফ সাহেব ম্যানেজ হয়ে গেছেন। যারা
টাকা দিতে পারবেন না তাদের লাইন কেটে দিচ্ছেন আর টাকা দিলে অবৈধ লাইন বৈধ
হয়ে যাচ্ছে। একটি সূত্র জানিয়েছেন-এর আগে কাবিল হোসেন বিদ্যুৎ বিল পরিশোধ
না করায় তার মিটার লাইন কেটে দেন বিদ্যুৎ বিভাগ। তার নামে মামলাও চলছে।
এর পরেও বিদ্যুৎ অফিসের বিল পরিশোধ না করে অবৈধ ভাবে সাইট লাইন নিয়ে
বিদ্যুৎ চালাচ্ছেন মাসের পর মাস। কিন্তু নিয়ন নীতি মালা উপেক্ষা করে অবৈধ
ভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও ইসি আরিফ সাহেব তার বিরুদ্ধে কোন প্রকার
ব্যবস্থা না নিয়ে বরং অবৈধ লাইন চালানোর সহায়তা করার অভিযোগ উঠেছে।
বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিদ্যুৎ
বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। এদিকে
বাজারের কিছু ব্যবসায়ী বলছে-কলারোয়া বিদ্যুৎ অফিসের কিছু অসৎ ব্যক্তির
কারণে আজ কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে
মটর, ফ্রিজ ও ফ্যান চালাচ্ছে। এলাকাবাসী এসব অবৈধ সংযোগ বন্ধ করার জন্য
উদ্বর্তন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে কলারোয়া বিদ্যুৎ
অফিসের ইসি আরিফ এর সাথে ফোনে কথা হলে ঘটনার সত্যতা শিকার করে
বলেন-কাবিলের বিরুদ্ধে বিদ্যুৎ অফিসে দুইটি মামলা চলছে। একটি মামলা শেষ
হয়েছে। আগামী মাসে আর একটি শেষ হবে। স্থানীয় ইউপি সদস্যর অনুরোধে বিদ্যুৎ
লাইন কাটা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here