তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাস ব্যাপী “বৃক্ষেরাপন অভিযান ও ফটো কনটেষ্ট” প্রতিযোগীতা শেষে শুক্রবার(১২ নভেম্বর) সকাল ১০ টায় পাবলিক ইনস্টিটিউট(কপাই) চত্বরে ওই পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি প্রধান শিক্ষক ইউনুছ আলী। স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, কপাই সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ও প্রতিযোগীতার বিচারক এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, স্কাউট’র কর্মকর্তা শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার শফিকুল ইমলাম, সমাজ সেবক আশরাফুজ্জামান, শাহিনা নাছরিন, শিক্ষিকা মর্জিনা খাতুন, মাস্টার অনুপ কুমার ঘোষ, মারুফা স্মৃতি, সিরাজুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলীসহ স্কাউটস’র সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী কাব স্কাউটস, স্কাউট শাখা ও রোভার স্কাউটে সাফল্য অর্জনকারি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
Home শিক্ষা ও ক্যাম্পাস কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের’ উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান