তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে জলবায়ুর আঘাতের উপর জনসচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৯ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ‘জলবায়ু আঘাত উপর সচেতনতা জন্য কর্মশালার খাদ্য নিরাপত্তা এবং খাদ্য স্বাস্থ্যবিধি প্রতিরোধ (ওয়ার্কশপ ফর অ্যাওয়ারনেস অন ক্লাইমেট ইনজুরি প্রিভেন্ট ফুড সেফটি এন্ড ফুড হাইজেনি) মূলক অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, ডাক্তার তানভীর ছিদ্দিকী, ডাক্তার ইয়াসনা কিবরিয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক সরকার, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা,সাংবাদিক ও সূধিবৃন্দ। কর্মশালায় জলবায়ুর আঘাতে জনসচেতনতা মূলক খাদ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি ও খাবারের নিরাপত্তা নিয়ন্ত্রণে পদ্ধতিগত বিষয় আলোচনা করা হয়েছে বলে জানা যায়।