ঝিকরগাছার শংকরপুর ইউপি চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার

0
0

নিজস্ব প্রতিবেদক।। যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জীর সুনাম নষ্ট করতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে একটি কুচক্রী মহল। তারা চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জীকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেও করতে মরিয়া হয়ে উঠেছে। কারণ বিগত দিন তারা সাবেক চেয়ারম্যান এর সাথে সখ্য গড়ে তুলে এ ইউনিয়ন পরিষদ থেকে ব্যাপক সুযোগ সুবিধা ভোগ করেছে। বর্তমান চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জী দায়িত্ব গ্রহণ করার পর নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করে চলেছেন। যার ফলে তারা পূর্বের মত সুযোগ সুবিধা না পাওয়ায় চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জীকে চাপে ফেলে পূর্বের ন্যায় তাদের সেই সকল অন্যায় সুযোগ সুবিধা ভোগ করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জীকে বেপাকে ফেলতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে।

মুলতঃ ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের শুভা বর্ধন উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ কৃত অর্থের সমদয় টাকা ইউনিয়ন পরিষদের একাউন্টের মাধ্যমে ব্যাংকে জমা আছে। এবং ইউনিয়ন পরিষদের শুভা বর্ধনের কাজ করার জন্য সরকার নির্ধারিত সময় হাতে আছে। যা নির্ধারিত সময়ের মধ্যে কাজ করা হবে। অথচ ওই সকল সুযোগ সন্ধানীরা মিথ্যা অর্থ আত্মসাৎ এর মত বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে শংকরপুর ইউনিয়ন বাসী সোচ্ছার হয়ে ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে শংকরপুর ইউনিয়ন বাসী ওই কুচক্রী মহলের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here