তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর পদের প্রার্থীদের প্রতীক
বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রার্থীদের মাঝে প্রতীক
বরাদ্দ শেষে আনুষ্ঠানিকভাবে সকল প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে
প্রচার- প্রচারণা শুরু করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং
অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান,‘১০টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় থাকা
চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ড’র মহিলা সদস্য পদে ১২৩ জন ও
সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।’
তিনি জানান চেয়ারম্যান পদপ্রার্থীদের কে-কি প্রতীক ‘পেয়েছেন, ১নং জয়নগর
ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, আওয়ামীলীগ মনোনীত শামছুদ্দীন আল
মাসুদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী ছিদ্দিকুর রহমান চশমা, জয়দেব কুমার সাহা
আনারস, বিশাখা সাহা অটোরিকশা ও আব্দুল আজিজ মোটরসাইকেল, ২নং জালালাবাদ
ইউনিয়নে ৩জন প্রার্থীর মধ্যে আ.লীগের অধ্যাপক আমজাদ হোসেন নৌকা,
স্বতন্ত্র প্রার্থী মাহাফুজুর রহমান আনারস ও আবুল কালাম আজাদ চশমা, ৩নং
কয়লা ইউনিয়নে ৩জন- আওয়ামীলীগের আসাদুল ইসলাম নৌকা, স্বতন্ত্র প্রার্থী
মো.রফিক আনারস ও শেখ সোহেল রানা মোটরসাইকেল, ৪নং লাঙ্গলাঝাড়া ইউনিয়নে
২জন- আওয়ামীলীগের আবুল কালাম নৌকা ও স্বতন্ত্র নুরুল ইসলাম আনারস, ৫নং
কেঁড়াগাছি ইউনিয়নে ৩জন- আওয়ামীলীগের ভূট্টোলাল গাইন নৌকা, স্বতন্ত্র
প্রার্থী মারুফ হোসেন মোটরসাইকেল ও এসএম আফজাল হোসেন হাবিল আনারস, ৬নং
সোনাবাড়িয়া ইউনিয়নে ৪জন- আওয়ামীলীগের বেনজির হোসেন নৌকা, স্বতন্ত্র
প্রার্থী এসএম শহিদুল ইসলাম মোটরসাইকেল, মো.আকবর আলী আনারস ও আলমগীর আজাদ
চশমা, ৭নং চন্দনপুর ইউনিয়নে ৩জন- আওয়ামীলীগের মনিরুল ইসলাম নৌকা,
স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোটরসাইকেল ও ডালিম হোসেন আনারস, ৯নং
হেলাতলা ইউনিয়নে ৫জন- আওয়ামীলীগের আনছার আলী সরদার নৌকা, স্বতন্ত্র
প্রার্থী আবু তালেব সরদার চশমা, মাজেদ বিশ্বাস আনারস, ইকবাল হোসেন ঘোড়া ও
মোয়াজ্জেম হোসেন মোটরসাইকেল, ১১নং দেয়াড়া ইউনিয়নে ৬জন- আওয়ামীলীগের
মাহবুবুর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম হোসেন মোটরসাইকেল,
মিনাজ উদ্দিন আনারস, আবু বককার সিদ্দীক টেলিফোন, নাজমা পারভীন টেবিল
ফ্যান ও আব্দুল মান্নান চশমা, ১২নং যুগিখালী ইউনিয়নে ৪জন- আওয়ামীলীগের
রবিউল হাসান নৌকা, স্বতন্ত্র প্রার্থী এরশাদ আলী আনারস, আবুল বাশার ঘোড়া
ও ওজিয়ার রহমান চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার অনুমতি
লাভ করেছেন। এ ছাড়া ১০ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য
পদে ১২৩ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ
দেয়া হয়েছে বলে জানা যায়। এ দিকে ১২নং যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের
মেম্বর পদে মফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন বলে জানা
গেছে। আগামী ১১ এপ্রিল ১০ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।