কলারোয়ায় অজ্ঞান পার্টির কবলে গরু ব্যবসায়ীর ৮৫ হাজার টাকা খোয়া।

0
0

তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় অজ্ঞান পার্টির কবলে এক গরু ব্যবসায়ীর ৮৫ হাজার টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল গরু হাট থেকে যাত্রীবাহী বাস

যোগে কলারোয়ায় আসার পথে। জানা গেছে, উপজেলার আলাইপুর গ্রামের মৃত মমিন
গাজীর ছেলে গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪২) কে অজ্ঞান করে ৮৫ হাজার
টাকা লুটিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি। সাথে থাকা অন্য গরু ব্যবসায়ী সিরাজুল,
জাকির, কাদের জানান, তারা ৪জন কলারোয়া থেকে গরু নিয়ে সাতমাইল হাটে যান।
সেখানে ৪টি গরু বিক্রয় করে সব টাকা ভাগ করে নিয়ে বেলা ৩টার দিকে সাতমাইল
গরু হাট থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহি বাসে ওঠেন। কলারোয়ায় আসার পর বাস
স্ট্যান্ডে একে একে ৩জন নেমে পড়লেও রাজ্জাক গাড়ী থেকে না নামায় তারা আবার
গাড়িতে ওঠেন। এসময় দেখেন রাজ্জাক গাড়ীর ছিটের উপর ঘুমিয়ে রয়েছে। ডাকা
ডাকি করেও তার জ্ঞান ফেরিনি। ওই সময় তাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে
তারা ভর্তি করেন। তার কাছে যে ৮৫ হাজার টাকা ছিলো তা খুঁজে পাওয়া যাচ্ছে
না। হয়তো অজ্ঞান পার্টি ওই টাকা নিয়ে গেছে বলে চিকিৎসারত রাজ্জাকের ছেলে
ও স্ত্রী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here