কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক  শেখ আমানুল্লাহ ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, কিংবদন্তি শিক্ষক নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৮ম মৃত্যুবার্ষিকীতে সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা সদর শিক্ষক সমিতি,  কলেজ শিক্ষক সমিতি,পাবলিক ইনস্টিটিউট, কলারোয়া আলিয়া মাদ্রাসা, কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ  মরহুমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। পরে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রধান  শিক্ষক আমানুল্যাহ আমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ, শিক্ষক নেতা সাংবাদিক ইদুজ্জামান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ এস,এম সহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়ারা খাতুন, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীক, অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক আবুল হোসেন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক ইন্তাজ আলী, আনারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, উপজেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক ও পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরজ্জামান বিপ্লব,  প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক ওয়ায়েস আলী ছিদ্দিক বাবর, প্রধান শিক্ষক আঃ আলীম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল্লাহেল আলীম বাবু, পাবলিক  ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক শিক্ষক শামছুর রহমান লাল্টু, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, জিয়াউল হক জিয়া, রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার রোকোনুজ্জামান রোকন, মাস্টার উৎপল সাহা, মরহুমের ভাতিজা ইউপি সদস্য খায়রুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী। সব শেষ উপস্থিত অতিথিবৃন্দের মাঝ তাবারক  বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here