তালায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় উপজেলা পর্যায়ে পরিকল্পিত পরিবার গঠন,বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টিত নিরাপদ মাতৃত্বে নবজাতকের যতœ,জেন্ডার বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩১ শে মে) সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে  দিনব্যাপি এ কর্মশালায়  উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা খুলনা বিভাগের পরিচালক মো: হাবিবুল হক খান ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিস সাতক্ষীরার পরিচালক রওশান আরা জামান, পরিবার পরিকল্পনা অফিস সাতক্ষীরার সহকারী পরিচালক গাজী বশির আহমেদ, পরিবার পরিকল্পনা অফিস সাতক্ষীরার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক বিএম দীন মোহাম্মাদ,উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা: তানজিমা তাবাসুম চায়না,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে, উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়,তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যদ্বয়,সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ,ইমাম,পুরোহিতগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here