তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী এ সাজা প্রদান করেন। আদালত সূত্রে
জানা যায়,বুধবার(১২ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে চন্দনপুর ইউনিয়নের
রামভদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ন-কাটি বিল (গজারিয়ার মাঠ) থেকে
অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালি ব্যবসায়ী আখতারুল ইসলাম (৫২) কে
১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অপরাধী
বালু ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড মুক্ত হয়েছেন। আদালত
পরিচালনায় সহায়তা করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, থানার
এএসআই রফিকুল ইসলাম ও বেঞ্চ সহকারী আব্দুল মান্নান। ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে বলে জানান।