তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের দাফন ও সৎকারের লক্ষ্যে
কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র সদস্যদের এক প্রশিক্ষন
শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার(১১
এপ্রিল) সকাল ১০টায় পরিবার পরিকল্পনা ভবনের ২য় তলার সভাকক্ষে ওই
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার ও মেডিকেল
অফিসার ডাক্তার ওহিদুজ্জামান। পিপিই ব্যবহার বিধি প্র্যাকটিক্যালভাবে
প্রশিক্ষণ প্রদান করেন ল্যাব ইনচার্জ মো. মামুন। সেবা’র আহবায়ক শিক্ষক
শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালন প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দাফন টিমের
দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান ও সৎকার টিমের দলনেতা লক্ষ্মণ বিশ্বাস,
সদস্য সচিব মাস্টার মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক বিএম ফিরোজ, আব্দুল ওহাব
মামুন, সুপার মো. মুজিবর রহমানসহ দাফন ও সৎকার টিমের ২৬জন সদস্য।