কলারোয়ায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক হুমায়ুন কবির

0
0

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার(১৪ জুন) সকালে উপজেলা
পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সোনর
বাংলা গড়তে একদিকে যেমন অতিতকে মনে করিয়ে দেয়, তেমনি আমাদের সোনালী
ভবিষ্যতের সম্ভাবনার কথা জানিয়ে দেয়। প্রধান মন্ত্রীর ১০টি উদ্যোগ
বিশেষভাবে গরিব মানুষের জন্য এ কথা মনে করিয়ে তিনি বলেন, এই উদ্যোগগুলো
যদি বাস্তবায়ন করা যায় তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে। উদ্যোগগুলো
বাস্তবায়নে সরকারী কর্মকর্তা সহ সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
কর্মশালায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিতি
লাভ করে যথাক্রমে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর
ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ
সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিকি, ও শিশু বিকাশ। কর্মশালায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,
উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ
স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ
নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা। এ ছাড়া
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here