তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬ জুন) সকাল সাড়ে
৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। মাদক সেবন রোধ করি,
সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের
আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী
বিশ্বাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদক আমাদের সমাজের আজ অভিশাপ হয়ে
দাড়িয়েছে। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে
মাদকের মরন ছোবল থেকে রক্ষা করতে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি মাদকাসক্তি মুক্ত জাতি গঠনে সবাইকে এগিয়ে
আসার আহবান জানান। আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত
ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, জেলা মাদক দ্রব্য
নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর
আবু নসর, অবসরপ্রাপ্ত প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক
আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগ
সাধারন সম্পাদক আলিমুর রহমান, প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান
কামরুল সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, সূধি ও সাংবাদিকবৃন্দ।