কলারোয়ায় ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তর

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে সাতক্ষীরার কলারোয়ায় উপকারভোগী পরিবারের মাঝে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসাবে নতুন করে কলারোয়ার ৩৫ টি পরিবারের মানুষ নিজের ঠিকানা পেলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার(২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি ওই ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটিতে অংশগ্রহন করেন সাতক্ষীরা জেলার এডিএম রেজা রশিদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, রবিউল হাসান, বেনজির হোসেন হেলাল, এসএম আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, বেনজির হোসেন, আঃ মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here