কলারোয়ায় রামকৃষ্ণপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

0
0

 

তরিকুল ইসলাম,সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন ঘর পরিদর্শন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির মঙ্গলবার(১৭ জানুয়ারী) সকালে পৃথকভাবে নির্মাণধীন আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর, করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম ও ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির সকাল ১১ টায় সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আশ্রয়ণ-২ প্রকল্পের ১০টি নির্মাণাধীন ঘর পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন। এর আগে তিনি হেলাতলা ইউনিয়নে নির্মাণাধীন ঘর, ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের করোনা প্রতিরোধ ভ্যাক্সিন প্রদান কার্যক্রম ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস, সদ্য যোগদানকারি সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নীলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলাম, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য আলামিন, নুর হোসেন, নাজমা খাতুনসহ সূধিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here