তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরন করে সীমিত পরিসরে বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টায় গার্লস পাইলট হাইস্কুলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেডের সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক লুৎফর রহমান খোকন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সুভাস ঘোষ, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি এসএম আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও সংসদ টিভিতে প্রচারিত ক্লাস কার্যক্রমের অগ্রগতি বিষয়ক জরিপ কার্য সম্পাদনে করণীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।