কলারোয়ায় আবারও ৩২ জনের করোনা পজিটিভ

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

(ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, সম্প্রতি পিসিআর ল্যাবে
পাঠানো ৪১ জনের মধ্যে বুধবার (৯জুন) আসা রিপোর্টে ৩২জনের করোনা পজিটিভ
শনাক্ত হয়েছে। শনাক্তকৃত ব্যক্তিরা হলেন, পৌরসভাধীন মুরারিকাটি গ্রামের
আবু হাশেম, উপজেলার কয়লা গ্রামের মুজিবুর রহমান, পৌরসভাধীন মির্জাপুর
গ্রামের খন্দকার আশরাফ (৫৭), উপজেলার কেঁড়াগাছি গ্রামের মহিনুর জামান
(৩৫), ঝাঁপাঘাট গ্রামের ফিরোজা বেগম (৪১), কয়লা গ্রামের জাহানারা (৬১),
গোয়ালচাতর (কেঁড়াগাছি) গ্রামের আনোয়ারা খাতুন (৩৫), কয়লা গ্রামের মনিরা
(১৫), মৌমিতা (১০), মমতাজ বেগম(৩৩) ও নুরুল আমিন (৭০), পৌরসভাধীন
মুরারিকাটি গ্রামের শেখ আবু তাহের (৫৯), লোহাকুড়া গ্রামের নুর রহমান
(৩১), রামভদ্রপুর(চন্দনপুর) গ্রামের আব্দুল আহাদ (৬৮), উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের পারুল (৫০) ও নজরুল ইসলাম (৩৭), রায়টা গ্রামের বদরুনেচ্ছা
(৫০) ও ইকবাল হোসেন, পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের ইফতেখার আলম (৩৫),
নাসরিন খাতুন (২৪) ও অর্তশা আলম (৪)। উপজেলার ছলিমপুর গ্রামের বিল্লাল
(৪৫), পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের আব্দুর অহেদ (৬১), উপজেলার
কুশোডাঙ্গা গ্রামের রুম্পা (২৫) ও জাহানারা (৪০), সাতক্ষীরা সদর উপজেলার
বল্লী গ্রামের আসাদুল (৪২), তালা উপজেলার শামীম (২৪), পৌরসভাধীন
গোপিনাথপুর গ্রামের আকিমুল ইসলাম (১৫), উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলি
(৪৬), উপজেলার কয়লা গ্রামের হালিমা, ওফাপুর গ্রামের অদুদ গাজী (৬৫) ও
বলিয়ানপুর গ্রামের আলাউদ্দিন (২৯)। তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট ৯৯৩ জনের
নমুনা রিপোর্টে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার চলমান ঢেউয়ে
আক্রান্ত হয়েছেন ৯৭ জন, আর পূর্বে আক্রান্ত ছিলেন ১১৬ জন। তবে আজ করোনায়
কোন মৃত্যুর খবর নেই।’ তিনি উপজেলাবাসীকে মাক্স পরিধান,সামাজিক দূরত্ব
বজায় ও সকল স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here