কলারোয়ায় জাতীয় গনহত্যা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত।

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যার স্মৃতিবিজরিত ২৫ মার্চের ভয়ালতম রাতের বিভৎসময় হত্যা ঘটনার কথা তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, পৌর মেয়র প্রধান  শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা অমল কুমার সরকার, অবঃ প্রফেসর আবু বক্কর সিদ্দীক, কলারোয়া ফায়ার সার্ভিস ডিফেন্সের লিডারের প্রতিনিধি হিসেবে মোঃ শরিফুল ইসলাম প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন,শিক্ষিকা তহমিনা পারভীন, মহিলা বিষয়ক

কর্মকর্তা কামরুন নাহার আক্তারসহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও সূধিবৃন্দ।  অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার শোভা রায়। সভায় বক্তারা জাতীয় গণহত্যা দিবসের কালঅধ্যায়ের স্মৃতিপটে দীপ্তকন্ঠে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মের কাছে ভয়ালতম রাতের বিভৎসময় হত্যাযজ্ঞের কথা তুলে ধরার আহবান জানান। সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের সমন্বয়ে দেশাত্মক বোধক ও  গণসংগীত পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here