বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন যশোরের তুষার

0
0

প্রণব মন্ডল, বিশেষ প্রতিনিধি।
মোঃ সালাউদ্দিন কবির তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। তার জন্ম স্হান যশোর সদরের দড়াটানা নামক স্হানে। তিনি মোঃ মনিরুল ইসলাম ও মা রাশিদা ইসলামের পুত্র।

ছোট্ট বেলা থেকেই বঙ্গবন্ধু ছিলো তার আইডল।বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে তিনি বেড়ে উঠেছেন যশোর সদরের বাড়িতে। তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগে কাজ করেছেন সুদক্ষভাবে। তিনি ঢাবি ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি ও ঢাবি সূর্যসেন হলে দপ্তর সম্পাদক ছিলেন। মানুষের উপকার ও উন্নয়নের জন্য তিনি বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে যুক্ত করেছেন।তিনি বঙ্গবন্ধু আইন পরিষদ (শহীদ মশিউর মহাবিদ্যালয়) শাখা কমিটির সুযোগ্য যুগ্ম -সাধারন সম্পাদক ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি এবং ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে ও বর্তমানে কর্মরত আছেন। এই পরিশ্রমী মেধাবী, ত্যাগী ও দূরদর্শী রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বাষির্কী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বাষির্ক উদযাপন কমিটি ও Priyo কর্তৃক আয়োজিত ” বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ “প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কৃত হন।এ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার তুষার সকলের কাছে দোয়া চেয়েছেন এবং এভাবে মানুষের জন্য কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here