শেখ ফারুক হোসেন – কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে সোমবার সকালে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষ থেকে এবং কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসান নাইমের সার্বিক ব্যাবস্থাপনায় “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বইটি বিতরণ করা হয়। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী থেকে কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশ্নের সঠিক উত্তরদাতাদের বইটি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে কলেজের শিক্ষক, শিক্ষিকা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, কলেজ ছাত্রলীগের সভাপতি ইউসুফ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা, তাঁর ডাকে ১৯৭১ সালে সাড়ে সাত কোটি নিরস্ত্র বাঙ্গালি জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।