সমাজের কণ্ঠ ডেস্ক : ৩০ জুলাই, ২০১৯ –
কানাডার টরন্টো শহরের মারখাম অঞ্চলের ক্যাসেলমোর অ্যাভিনিউয়ে চার বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ওই এলাকার একটি বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহতরা হলেন মোহাম্মদ মুনির, তার স্ত্রী মুক্তা জামান, মুনিরের শাশুড়ি এবং মুনিরের মেয়ে মিকা। মিনহাজ নামে এক যুবক মা-বাবা, নানি ও বোনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় ২৩ বছর বয়সী মিনহাজ জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিহত জামান মুনির ও মুক্তা জামান দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় পুলিশের কর্মকর্তা অ্যান্ডি পেটেনডেন স্থানীয় সংবাদকর্মীদের বলেন, এই মুহূর্তে হত্যার ঘটনায় অন্যকোনো সন্দেহভাজনের খোঁজ করছি না। আমরা বিশ্বাস করি, আটক ব্যক্তি হত্যার ঘটনা সঙ্গে জড়িত।
এদিকে পুলিশ মিনহাজ জামানের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছে। সোমবার তাকে ইয়র্ক নিউমার্কেট আদালতে হাজির করা হয়। পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
পুলিশের দাবি, নিহত দম্পতির আটককৃত ছেলেটি মানসিকভাবে অসুস্থ। যদিও এটি একটি হত্যাকাণ্ড। মাদকাসক্ত হয়ে ছেলেটি এই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।