খুলনা প্রতিনিধি:
খানজাহান আলী থানাধীন শিরোমণির ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বোমা বিষ্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন আসেন খুলনা সির্টি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। তিনি সকাল ৯টায় শিরোমণির দলীয় কার্যালয় বোমা বিষ্ফোরিত স্থান পরিদর্শন করের। পরে কার্যালয়ের মধ্যে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করেন। তিনি এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে বলেন এই ঘটনা আইন শৃৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তদন্তে আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের আহবান জানানা এবং সকলেকে আরো বেশি সতর্ক থেকে জঙ্গী প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখার আহবান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএম আব্দুস সালাম, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, থানা আওয়ামীলীগ নেতা শেখ মেহেদী হাসান, সাবেক চেয়ারম্যান আলহাজ্জ শেখ জাহাঙ্গীর হোসেন, শরিফ ইসলাম, মোল্যা নুরুল ইসলাম, ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, ৩৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ. হামিদ সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, শেখ রবিউল ইসলাম, শহিদুূল ইসলাম, ছাত্রলীগ নেতা জিসান, বনি সহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।