খুলনা প্রতিনিধি –
খুলনায় স্ত্রী দীপালী অধিকারীকে হত্যার দায়ে কালীদাস অধিকারীকে নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদ আহম্মেদ জানান, ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা খাঁ বাড়ি এলাকার ১নং ক্রস রোডের বাসায় দীপালীকে তার স্বামী গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। এরপর বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে কালিদাস পালিয়ে যান। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ১৬ আগস্ট তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই কল্যাণ অধিকারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ওই বছরের ২০ ডিসেম্বর পুলিশ কালীদাস অধিকারীকে গ্রেফতার করে।
তিনি জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।