খু্লনা বিশ্ববিদ্যালয় স্কুলে শুভসংঘের ডেঙ্গুবিরোধী কার্যক্রম

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  :৭ আগস্ট, ২০১৯ –

ডেঙ্গুর ভাইরাস মানুষ থেকে মানুষের দেহে ছড়ায় এডিস মশার মাধ্যমে। মশাই এই রোগের একমাত্র বাহক। সুতরাং মশার আবাস ও প্রজননক্ষেত্র ধ্বংস করতে পারলেই এডিস নির্বংশ হবে সমূলে। গত সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শুভসংঘ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার সদস্যরা।

“ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা, চাই পরিচ্ছন্নতা’-এ স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত ক্যাম্পেইনে শুভসংঘের সদস্যরা ডেঙ্গুর উৎপত্তির কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

শুভসংঘ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয় বলেন, শুধু ওষুধ প্রয়োগ করে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। যে যার আবাসস্থল ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে এ দুর্যোগ মোকাবেলা করতে পারি।

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায় বলেন, এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অতিরিক্ত। ডেঙ্গু ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এ মূহুর্তে আতঙ্কিত হবার চেয়ে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস অনি, সহ-সভাপতি জি এম জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, কাজী শাহরিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রমজান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্না, সহ কোষাধ্যক্ষ আল আমিন, উপ-দপ্তর সম্পাদক এ বি এম রায়হানুল ফেরদৌস, প্রচার সম্পাদক আল আরাফ মাহাদী, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তাজুন নেছা রিতু, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানজিদ রহমান উদয়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিশাত তামান্না মুমু, নারী বিষয়ক সম্পাদক নওরিন আহমেদ নোভা, উপ-নারী বিষয়ক সম্পাদক মায়মুনা জামান আলভী, উপ-সমাজকল্যাণ সম্পাদক তাহছিন তাবাচ্ছুম তাসিন। কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস মীম, ইমরান ইসলাম মামুন, আফরিনী মমতা সিডনী, ইমন কাজী ও রিহাম হাসান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here