কয়রাতে সনাতনী আলো ছড়াচ্ছে আর্য্য গুরুকূল গীতা স্কুল কিনুকাটী

0
7
অমিত কুমার ঢালী,কয়রা(খুলনা) প্রতিনিধি:বৈদিক ধারাকে অব্যাহত রেখে বেদালকে জীবনকে উৎভাষিত করতে, সনাতনী আলোর অমিয়সিক্ত রসাস্বাদনে শ্রী শ্রী গীতার শ্লোককে আত্মস্ত করার লক্ষ্যে ২৯জন কোমলমতী জ্ঞান পিপাসুদের নিয়ে কয়রাতে ১-০১-২০১৯ তারিখে প্রতিষ্ঠা লাভ করে আর্য্য গুরুকূল গীতা স্কুল,কিনুকাটী।প্রতি শুক্রবার সকাল ৭টা-১০টা পর্যন্ত চলে ধর্মীয় ক্লাস। এখানে শিক্ষার্থীদের গীতা পাঠের মাধ্যমে মনের সুপ্ত প্রতিভাকে ধর্মীয় ধারায় পরিচালিত করে শিক্ষার্থীদের আলোর পথের সন্ধান দেওয়া হয়।এখানে শিক্ষার্থীদের মনের পাপ পঙ্কিলতাকে দূর করতে ৩জন পরিচালক ও ৪জন দক্ষ,অভিজ্ঞ পন্ডিতদের মাধ্যমে ধারাবাহিক ভাবে পরিচালিত হয়ে আসছে।
শুরুতেই যাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা লাভ করেছে ,খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড.চয়ন রায়, চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যা: এর প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ আর্য, খান সাহেব কোমরউদ্দীন কলেজের প্রভাষক অমরকৃষ্ণ বাওয়ালী, ডা কুশল রায়, চান্নিরচক এলসি কলেজিয়েট স্কুল এর অধ্যক্ষ রাজীব বাছাড়, হাতিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃনাল কান্তি সানা, কংকন বাছাড়,লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের শিক্ষক বারীন সরকার,এছাডাও রয়েছেন পরিচালক,মৌখালী ইউনাইটেড একাডেমির সহকারী শিক্ষক মনোতোষ সানা, পরিচালক অনুপ  সানা, পরিচালক সত্যজিত সরদার, পরিচালক দিবাকর সানা সহ আরও অনেকে।
অত্র প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে জানতে চাইলে বিদ্যাপিঠের নিয়মিত প্রশিক্ষক ও পরিচালক মনোতোষ সানা বলেন, “আমাদের বিদ্যাপিঠে প্রতি দুই বছরের কোর্সে রয়েছে শিক্ষার্থীদের গীতা পাঠের ধারণা ব্যাখা,আলোচনাও সমালোচনা। প্রানায়াম ও যোগাভ্যাস সহ ধর্মীয় পুস্তকের মন্ত্র সম্পর্কে জ্ঞানলাভ করবে, পাশাপাশি বেদ, চন্ডী, ভাগবত পাঠে শিশুদের অভ্যস্ত করতে আমাদের এ পথ চলা। ২৯জন শিক্ষার্থীদের নিয়ে যাএা শুরু হলেও বতর্মানে শিক্ষার্থীর সংখ্যা ২৭৮ জন।  আগামী ২৩-০১-২০২০ তারিখে বিদ্যাপিঠের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের রয়েছে ১ম বর্ষের কোর্স সমাপনি অনুষ্ঠান। যেখান থেকে শিক্ষার্থীদের ৮টি গ্রুপে ভাগ করে ১ম বছরের ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নম্বর পএ। যোগ্যতার ভিত্তিতে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারণকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পুরষ্কার “।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here