খুলনায় উপমন্ত্রীর সঙ্গে সুন্দরবন অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবীদের বৈঠক 

0
0
জহর হাসান সাগরঃ খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অর্থায়নে শনিবার(২ জুলাই) সকাল ১১ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সুন্দরবন অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীদের এক সমাবেশ ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খুলনা অঞ্চল বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক মিহির কুমার দো এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম,খুলনা বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল,খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড টেকনোলজি ডিসিপ্লিন অধ্যাপক ড,ওয়াসিউল ইসলাম,সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন,সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন,ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি বি এম জুলফিকার রায়হান, সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন রিপন প্রমুখ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ ছাড়া বাগেরহাট খুলনা বনাঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন,বন্যপ্রানী ও পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here