সমাজে অপরাধমুলক কর্মকান্ড প্রকাশ করায় হলো সাংবাদিকদের কাজ-কলারোয়ার নবাগত ওসি!

0
0

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের কর্মরত সকল কর্মকর্তাদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২রা জুন) সন্ধ্যার পর থানার অফিস রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও দর্পন। সমাজে ঘটে যাওয়া ঘটনা উৎঘটন করে জাতীর কাছে প্রকাশ করার নামিই হলো সাংবাদিকতা। সমাজে বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশের মাধ্যমে আপনারা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরবেন। আপনাদের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময় বজায় থাকবে। বর্তমানে কলারোয়া উপজেলাতে মাদকের বিস্তার ব্যাপক হারে বেড়ে গেছে। যা একেবারে নির্মূল করা আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য আপনাদের সাহায্য কামনা করছি যাতে করে মাদক ব্যবসায়ীদের সম্পর্ক সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারেন। আপনারা যারা সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত তারা সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থেকে সমাজ যাতে সুন্দর ভাবে চলতে পারে তার সঠিক পরিচর্চা করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সহ সভাপতি হাসান মাসুদ পলাশ, প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ বিষয়ক সম্পাদক এমএ সাজেদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক আকবার আলী, নির্বাহী সদস্য ও কলারোয়া বার্তার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাইফুল ইসলাম ও মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ। মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবের কর্মকর্তারা নবাগত অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াসের হাতে জাতীয় প্রথম শ্রেণীর সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চলতি ঈদ সংখ্যা উপহার দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here