কলারোয়ায় সার ব্যবসায়ীকে পিটিয়ে জখম, নগদ টাকা লুট ও মোটরসাইকেল ভাংচুর

0
0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে সার ব্যবসায়ী শরিফ আহম্মেদ হাসমত (২১) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে। সে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বুধবার বেলা ১২টার দিকে সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে পিটিয়ে জখম করে ক্যাশ ড্রায়ার থেকে ৬০ হাজার টাকা লুট করে নেয়। এঘটনায় কলারোয়া থানায় ওই এলাকার মিঠু মিয়া, আনছার আলী, মিন্টু হোসেনের নামে একটি অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে ও ক্ষতিগ্রস্ত শরিফ আহম্মেদ জানান-বেলা ১২ টার দিকে ওই গ্রামের আনছার আলীর বোন তার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো। এমন সময় সে ডেকে বলে-গত ৮তারিখে তার দোকানে হালখাতা হয়ে গেছে। আপনি তো আমার পাওয়া টাকা দিতে আসলেন না হালখাতায়। একথা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। পরে সে বাড়ীতে গিয়ে মিঠু মিয়া, আনছার আলী, মিন্টু হোসেন ও আজমলকে ডেকে নিয়ে বোয়ালিয়ার তালসারির মোড়ে তার দোকানে আসে। সেখানে তার কোন কারণ ছাড়াই দোকানে ঢুকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। এসময় দোকানে থাকা সার বিক্রয়ের নগদ ৬০ হাজার টাকা তারা ক্যাশ ড্রায়ার থেকে লুট করে নেয়। ওই সময় তারা একটি মোটরসাইকেলও ভাংচুর করে। সন্ত্রাসীদের তান্ডপে আহত সার ব্যবসায়ী শরিফ আহম্মেদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে আহত শরিফ আহম্মেদ কে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয় উল্লেখ্য করে আহত সার ব্যবসায়ীর পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে ওই তিন সন্ত্রাসীর নামে লিখিত ভাবে অভিযোগ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here